রংপুর চেম্বারের সহযোগিতায় রংপুরের ৬শ’ দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ
২১ জানুয়ারি ২০২০ইং, রংপুর মহানগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে  বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) ও লাবিব গ্রুপের যৌথ উদ্যোগে ও রংপুর চেম্বারের সার্বিক সহযোগিতায় রংপুরের ৬শ’ হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। 
রংপুরের ৬শ’ হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) ও লাবিব গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল ও সোয়েটার প্রদান করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোঃ শাহজাহান বাবু, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ হাবিবুর রহমান রাজা, অজয় প্রসাদ বাবন, মোঃ ওবায়দুর রহমান রতন, চেম্বারের সাবেক সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, সাবেক পরিচালক মোঃ আকবর আলী, চেম্বারের সাধারণ সদস্য স্বপ্না রানী সেন ও মোঃ কামাল হোসেন চেম্বারের সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।