রংপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠিত
১৮ ডিসেম্বর ২০১৯,  রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০১৯ ইং সালের বার্ষিক সাধারণ সভা চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচী মোতাবেক বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠান্তে অনুমোদন, বাণিজ্য মন্ত্রণালয়ের জারিকৃত এস,আর,ও -২৪৪/আইন/২০১৮  অনুমোদন ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ ছাড়াও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ০১-১২-২০১৮ইং তারিখ থেকে ৩০-১১-২০১৯ইং তারিখ পর্যন্ত নিরীক্ষিত ১২ (বারো) মাসের অডিট রিপোর্ট ও স্টেটমেন্ট অব একাউন্টস, অডিটর নিয়োগ, এবং ২০১৯ইং সালের সংশোধিত ও ২০২০/২০২১ইং সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। অতঃপর  উপর্যুক্ত বিষয়সমূহ সঠিক থাকায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। 
সভাপতির অনুমতিক্রমে  বার্ষিক সাধারণ সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশ গ্রহণ করেন রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক আলহাজ্ব মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক পরিচালক আলহাজ¦ এমদাদুল হোসেন, কাজী মোহাম্মদ আদম, চেম্বারের সাধারণ সদস্য  মোঃ হারুনুর রশিদ, নিত্যরঞ্জন সরকার, আব্দুল মান্নান শরীফ, খন্দকার আবুল হাসনাত ফখরুল আলম বেঞ্জু, মোঃ রেজাউল করিম, রাশেদ রানা রাসু, নাফিজা সুলতানা। তাঁরা প্রত্যেকেই রংপুর চেম্বারের কর্মকান্ডকে আরো বেশি গতিশীল ও ত্বরান্বিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক প্রস্তাব ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। 
বার্ষিক সাধারণ সভায় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু রংপুর বিভাগের উন্নয়ন, ব্যাংকিং খাতে সিঙ্গেল ডিজেট সুদ হার নির্ধারন ,তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং পাশর্^বর্তী দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বি টু বি মিটিং ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বিদ্যমান মেয়াদে প্রতিযোগিতামূলক ও মুক্ত বাজার অর্থনীতিতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাণিজ্য ঘাটতি কমাতে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ নিরলস প্রচেষ্টা চালিয়েছে। পাশর্^বর্তী দেশসমূহ যথা ভারত, নেপাল, ভূটান এর সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে যে সকল সমস্যা ও সীমাবদ্ধতা আছে সেগুলো দূরীকরণের জন্য  রংপুর চেম্বার ঐ সকল দেশের হাই কমিশনার, সহকারি হাই কমিশনার ও কাউন্সিলরসহ কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি (সিআইআই) এর প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সময়ে মত বিনিময় ও আলোচনা সভা করে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করণের প্রচেষ্টা চালানো হয়েছে বলে মতামত ব্যক্ত করেন। পরিশেষে তিনি রংপুর চেম্বারের গতি আরো ত্বরান্বিতকরণে উপস্থিত ব্যবসায়ী সমাজের সার্বিক দিক নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা কামনা করার পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় কষ্ট স্বীকার করে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। 
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালকবৃন্দ মধ্যে মোঃ আজিজুল ইসলাম মিন্টু, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ আশরাফুল আলম আল আমিন, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, মোঃ শাহজাহান বাবু, দেবব্রত সরকার রঞ্জু, মোঃ জুলফিকার আজিজ খান, মোঃ আকবর আলী, অজয় প্রসাদ বাবন, চেম্বারের সাবেক পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, সাবেক নির্বাহী সদস্যবৃন্দ, রংপুর চেম্বারের জেনারেল ও এসোসিয়েট গ্রুপের  সদস্য/সদস্যাবৃন্দ।#### ১৮-১২-২০১৯ইং